আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

Nov 10, 2024 - 22:20
 0  29
আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে ৫৪তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
আইডিইবি নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছেন। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আইডিইবি ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের স্লোগান-বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি। আশা করছি বর্তমান সরকার সেদিকে নজর রাখবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online