বাকৃবির ছয় অধ্যাপক বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত

Sep 1, 2025 - 05:13
 0  14
বাকৃবির ছয় অধ্যাপক বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ৩১ আগস্ট (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয়জন শিক্ষক বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (বিএএস) ফেলো নির্বাচিত হয়েছেন। পাশাপাশি দুইজন শিক্ষক এসোসিয়েট ফেলো নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ও নির্বাচিত এসোসিয়েট ফেলো ডঃ মো গোলজার হোসেন।

বাকৃবি হতে যে ছয়জন শিক্ষক ফেলো নির্বাচিত হয়েছেন, তারা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ এম জহির উদ্দীনউদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ডঃ মো আব্দুর রহিম, মৃত্তিকা বিজ্ঞান অধ্যাপক ডঃ এম রফিকুল ইসলাম-১, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডঃ এমদাদুল হক চৌধুরী, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডঃ মো শাহজাহান এবং  মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ডঃ মো তানভীর রহমান।

পাশাপাশি, ডঃ গোলজার হোসাইন ছাড়া এসোসিয়েট ফেলো নির্বাচিত হয়েছেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ডঃ রোখসানা পারভীন।

প্রসঙ্গত, বিজ্ঞান ও সমাজে অগ্রগামী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ডঃ মো আব্দুর রহিম ও ডঃ মো শাহজাহান ২০২৪ সালেও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online