রাজশাহীতে দুইদিনব্যাপী বরেন্দ্র ঐতিহ্য প্রদর্শনী অনুষ্ঠিত

রাজশাহী, ১৮ অক্টোবর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শালবাগানে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হয়েছে মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনী।
দুই দিনব্যাপী এই বরেন্দ্র ঐতিহ্য প্রদর্শনীর আয়োজন করে ‘বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা’। শুক্রবার শুরু হওয়া এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৪ জন সংগ্রাহক তাঁদের অমূল্য সব নিদর্শন নিয়ে হাজির হন।
প্রথম দিন প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক কাজী মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক শরিফুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এনামুল হক। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী ডঃ মোঃ জাকির হোসেন খান।
প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল নন্দিত জাদুশিল্পী ও শিশু বন্ধু-শাহীন শাহ্ এর জাদু। এছাড়াও সকালে বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় দিন শনিবার মুদ্রা বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হয় এবং AI Bangladesh এর আয়োজনে Magic of Robotics এর আয়োজন করা হয়, যেখানে বাচ্চাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন চিকিৎসক মো. ফরহাদুর রহমান, যিনি প্রায় ২০ বছর ধরে মুদ্রা সংগ্রহ করছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই সংগ্রহের শখ। প্রথমে ব্রিটিশ ও পাকিস্তান আমলের তামার মুদ্রা দিয়ে শুরু করি। মেডিকেলে পড়ার সময় রুপার মুদ্রার প্রতি মনোযোগ দিই।’
সংগ্রাহক মতিউর রহমান দেখালেন তাঁর ভিন্নধর্মী সংগ্রহ - পুরোনো দিনের কমিকস, উদ্বোধনী খাম, বিলুপ্ত হয়ে যাওয়া ম্যাচবক্স এবং গ্রামীণফোন, ওয়ারিদ ও বাংলালিংকের প্রথম দিককার সিম কার্ডের প্যাকেট। তাঁর মতে, আজকের দিনের সাধারণ জিনিসও আগামী প্রজন্মের কাছে ইতিহাসের অংশ হয়ে উঠবে।
প্রকৌশলী তানভীর মতির সংগ্রহে থাকা ৩০০ বছরের পুরোনো তুলট পাতায় লেখা পুঁথিটি ছিল প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। আরেক সংগ্রাহক আবু বকর সিদ্দিক প্রায় ১৬ বছর ধরে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রাচীন মাটির তৈজসপত্র ও কষ্টিপাথর সংগ্রহ করছেন।
আয়োজক বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি প্রকৌশলী ডঃ মো. জাকির হোসেন বলেন, এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল মুদ্রা ও ডাকটিকিটের মাধ্যমে শিশুদের ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের সংগ্রহে আগ্রহী করে তোলা। তারা এ বিষয়ে আগ্রহী হলে মাদক বা মুঠোফোন আসক্তি থেকে দূরে থাকবে।
What's Your Reaction?






