মেঘের তহশিলদারি

Mar 25, 2025 - 16:56
 0  20
মেঘের তহশিলদারি
Art and photo: mzy/ov

-        সেলিনা শিউলী

২৬/৬/২৪

যেখানে কিছু নেই কেবল পতিত কিছু স্মৃতি ছাড়া,

সম্পর্কের ভিটেমাটিতে শ্যাওলা আর কিছু কাপড়ে নোনাধরা।

কেন সেখানে ফিরতে হয়, কেন ফিরবো?

কেউতো নেই অপেক্ষায় আমার!

তবে কার তরে বিফলে এ জলঝরানো, কেন আক্ষেপ আর মিথ্যে প্রবোধের বিলাসিতা?

কেন বৈরাগ্য, কেন বৈধব্য?

কি দরকারী কাজ আর তার সনে?

যে যায়-সেতো তার সবটুকুই নিয়ে যায়-কোন কিছুই অবশিষ্ট না রেখে! কেন তবে এতো হুতাশন বুকের পাঁজর খামছে ধরে?

খামতি কি কেবল বুকের জমিনে বেড়ে চলা লিকলিকে সাপের মতো মোহজাল না কি মায়া?

কী? তবে?

পোড়ায় তবে কীচোখ-মন- সবই!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online