পুলিশ সদস্যদের তিনদিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নড়াইল, ০৫ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলে পুলিশ সদস্যদের তিনদিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের পেশাগত সক্ষমতা আরও জোরদার করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন।
প্রশিক্ষণ কোর্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
What's Your Reaction?






