নারীদের নামাজের জায়গা ও বাকসু নির্বাচনসহ শিবিরের ৬ দফা

Oct 21, 2025 - 00:47
 0  2
নারীদের নামাজের জায়গা ও বাকসু নির্বাচনসহ শিবিরের ৬ দফা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২০ অক্টোব (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থানের ব্যবস্থা করা, অবিলম্বে বাকসু  নির্বাচন আয়োজন করা সহ ৬ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

ছয় দফা দাবিতে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হকের নিকট এ স্মারকলিপি প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন।

বাকৃবির শিক্ষার্থীদের জন্য ইসলামী ছাত্রশিবিরের ছয় দফা দাবি হলো ১. নির্মানাধীন হলসমূহের কাজ দ্রুত শেষ করে আবাসন সংকট সমাধান করা, ২. বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে ২৪ ঘণ্টা ডাক্তারের উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করা, শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা ফান্ড গঠন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও নারী চিকিৎসক নিয়োগ প্রদান ৩. হল ডাইনিং, ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রেস্টুরেন্টসমূহে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, ৪. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাস্তা মেরামত ও পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, ৫. টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজের ও খাবারের জায়গার ব্যবস্থা করা, ৬. দীর্ঘদিন ধরে অচল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে অনতিবিলম্বে নির্বাচন আয়োজন করা।

ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, 'বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বেশ কিছু সমস্যা ও সংকট চলমান রয়েছে। কিছু বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছে, কিন্তু বিষয়গুলো এখনো সুরাহা হয়নি। এজন্য বাকৃবি শাখা শিবিরের পক্ষ হতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬ দফা পেশ করেছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমরা শিক্ষার্থীরা সম্মিলিত প্রচেষ্টায় নানাবিধ সংকট কাটিয়ে উঠবো। বিশ্ববিদ্যালয় যেন সুন্দর শিক্ষার পরিবেশ হয়ে উঠে এজন্য সবার সহযোগিতা কামনা করছি।'

তিনি আরও বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি আদায়ের সংগঠিত প্লাটফর্ম নেই। ডাকসু, রাকসুসহ ৪টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন হয়েছে কিন্তু বাকৃবিতে এটির অভাব বোধ করছি। প্রশাসনকে জানিয়েছি এ বছরের নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমদিকে বাকসু আয়োজন করা হোক। যাতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হতে পারে।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online