নড়াইল-২ আসনে জর্জের পক্ষে মনোনয়ন দাবিতে সমাবেশ

Nov 11, 2025 - 12:35
 0  3
নড়াইল-২ আসনে জর্জের পক্ষে মনোনয়ন দাবিতে সমাবেশ
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১১ নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে ধানের শীষের মনোনয়ন দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন বিকেল থেকেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোন প্রার্থীর নাম ঘোষণা হয়নি। আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাকারের সুযোগ পেয়েছি। আশা করছি, তরুণ নেতৃত্ব হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে মনোনয়ন দিবেন। আমি কোনদিন কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সরকারি বরাদ্দ লুটপাট করেনি। দলীয় নেতাকর্মীসহ কেউ আমার নামে কোন অনিয়মের কথা বলতে পারবেন না। আমি মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নড়াইলে হিন্দু-মুসলিমসহ সবধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করেন। বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সবাই সুখ-শান্তিতে বসবাস করবেন।

বিএনপি নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক নবির হোসেন, সমবায় দলের সভাপতি উজ্জ্বল খান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুবদল নেতা আরিফুল আকবার মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online