২১ জন চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান

Jan 31, 2025 - 20:16
 0  116
২১ জন চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে চতুর্থবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান করা হয়েছে।

সদরের ভবানীপুর স্কুল মাঠে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে ২১ জন চিকিৎসক বিনামূল্যে তিন হাজার রোগী দেখেন। এছাড়া তাদের ওষুধ দেয়া হয়।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ডাক্তার শরীফ শামীম আতীক, শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে।
এদিকে, এই পরিষদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে শরীফ আতিয়ার রহমান পরিবারের ছয়জন চিকিৎসকসহ বিশেষজ্ঞরা রোগী দেখেন।
শরীফ আতিয়ার রহমানের ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং প্রতি মাসে বাড়িতে রোগী দেখা হয়। শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই। আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেয়া।
অনুষ্ঠানের অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের পরিবারের সদস্যরা সবসময় জনকল্যাণে নিবেদিত আছেন। তাদের এই ভালো উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। সমাজে এ ধরণের ভালো কাজ আরো প্রয়োজন।
অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের এমন উদ্যোগ এলাকার সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। একেবারেই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তারা।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রোগী দেখছেন। ফলে প্রত্যন্ত অঞ্চলে অনেকে উপকৃত হচ্ছেন। এই উদ্যোগের আরো সাফল্য কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online