কালিয়ায় কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন

Oct 6, 2025 - 15:04
 0  5
কালিয়ায় কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা এলাকায় চাঁচুড়ী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৩২ দলীয় হা-ডু-ডু খেলার উদ্বোধন করা হয়েছে।
কদমতলা যুবসংঘের আয়োজনে ও আনোয়ারা হাসপাতালের পৃষ্ঠপোষকতায় রোববার খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন।

চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর বিএনপির সহ-সভাপতি খন্দকার কিয়ামুল হাসান, হাসেম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইবাদত মিনা, চাঁচুড়ী ইউপি সদস্য আনিসুর রহমান, ইউনুস হোসেন সুখ, চাঁচুড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হাসান সবুজ, কোষাধ্যক্ষ খুরশিদ মোল্যা, ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলাম লিটনসহ অনেকে। খেলা পরিচালনা করেন মশিয়ার রহমান।

বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় চাঁদপুর ও রামসিদ্ধি দল অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online