আইসিসি নারী টি-টোয়েন্টি: এক বলেই আউট ১০ জন!

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)
এক বলে ১০ জন ব্যাটার আউট হয়ে ইতিহাস সৃষ্টি করে ইউ-এ-ই-র ক্রিকেটাররা।
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এমন ঘটনা ঘটে। তবে খেলার স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, প্রত্যেকে হয়েছেন রিটায়ার্ড আউট! থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ারের ষষ্ঠ ম্যাচ সাক্ষী হলো এই বিরল ঘটনার।
কাতার নারী দলের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৯২ রান করে ইউ-এ-ই‘র ব্যাটাররা। এরপরই ১৬.১ ওভারে দলের দুই ওপেনার রিটায়ার্ড আউট হন। পরবর্তীতে দলের আরো ৮ ব্যাটার ক্রিজে আসেন এবং নিজেকে রিটায়ার্ড আউট হিসেবে ঘোষণা করেন।
মূল কারণ অবশ্য বেশ মজার। লিমিটেড ওভারের ক্রিকেটে ইনিংস ডিক্লেয়ার করার নিয়ম নেই। এর আগে ১৯৭৯ সালে ৫০ ওভারের একটি ম্যাচে সমারসেট নিজেদের রান রেট বেশি রাখতে ইনিংস ডিক্লেয়ার করেছিল। যেন তারা রান রেটে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে। তখন থেকেই এই নিয়ম নিষিদ্ধ করে আইসিসি।
ইউ-এ-ই ও কাতার ম্যাচের ১৫তম ওভারের দিকে আকাশে মেঘ ডাকতে শুরু করে। ম্যাচের ফল পেতে ইউ-এ-ই‘র ইনিংস শেষের পর কাতারকে অন্তত ৫ ওভার ব্যাট করতে হতো। অন্যথায় পয়েন্ট ভাগাভাগি করতে হবে। আর তাই জয়ের জন্য ১৬ ওভার শেষে একযোগে দলের ১০ ব্যাটার রিটায়ার্ড আউট হওয়ার সিদ্ধান্ত নেন।
ম্যাচে অবশ্য সহজেই জিতেছে ইউ-এ-ই। কাতারকে ১১.১ ওভারে মাত্র ২৯ রানে অল আউট করে ১৬৩ রানে জয় তুলে নেয় তারা।
What's Your Reaction?






