মেডিকেলে চান্স পাওয়া ২৬ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

Feb 12, 2025 - 20:21
 0  8
মেডিকেলে চান্স পাওয়া ২৬ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
ইসলামী ছাত্র শিবিরের সাথে কেউ যুক্ত হলে নৈতিক দিক থেকে নষ্ট হওয়ার সুযোগ নেই উল্লেখ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেনস্বাধীনতার পরবর্তী সময় থেকে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার সুযোগ দেওয়া হয়নি। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের সামাজিক ও নৈতিক কার্যক্রমের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। জনগণের হৃদয়ে আস্থা ও বিশ্বাসের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের এক কনভেনশন হলে মেডিকেলে চান্স পাওয়া ২৬ শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, ইসলামী ছাত্র শিবির ব্যতীত অন্য সকল রাজনৈতিক দল বা তাদের ছাত্র সংগঠন অত্যন্ত ঝুকিপূর্ণ। তারা পদ-পদবি আর সম্পদ অর্জনের লিপ্সায় রাজনীতি করে। ইসলামী ছাত্র শিবির সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনে কাজ করছে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যোগ্য নেতৃত্ব তৈরি করছে। যার প্রমা জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন সহ এদেশের মানুষের অধিকার আদায়ের সকল আন্দোলন সংগ্রামের মধ্যে নিহীত রয়েছে।

তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে প্রতিটি ছাত্র নিরাপদ। যারাই শিবিরের ছায়াতলে এসেছে এবং আসবে তারাই আলোকিত মানুষ হয়েছে এবং হবে।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে শহর শাখা সভাপতি মো. আবদুল আজিজের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আবু বকর, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল মজিদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online