নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

Nov 2, 2025 - 10:46
 0  7
নড়াইলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ০১ নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইল সদরের চৌগাছা এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্পে ট্রমা, অর্থোপেডিক্স, গাইনি, মেডিসিন কনসালটেন্ট, গ্যাস্ট্রোলোজি, নিউরো মেডিসিন, ডেন্টাল, শিশুরোগ ও বক্ষব্যাধি চিকিৎসা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, রক্তচাপসহ রক্তের  নির্ণয় করা হয়েছে।

ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের পরিচালক এম এম কামরুজ্জামান বলেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা ফ্রি মেডিকেল আয়োজন করেছি।

মেডিকেল ক্যাম্পের আয়োজক ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাস সুদীপ বলেন, দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রতি মাসে ধারাবাহিকভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিনব্যাপী ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্তত দেড় হাজার রোগী দেখেছেন। তিনটি স্বনামধন্য কোম্পানি বিনামূল্যে ওষুধ প্রদান করেছে।

এদিকে, এই মেডিকেল ক্যাম্পে রোগিদের খোঁজখবর নেন, নড়াইল-২ আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চুসহ বিভিন্ন পেশার মানুষ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online