নড়াইল হানাদারমুক্ত দিবস ১০ ডিসেম্বর

Dec 10, 2024 - 20:07
 0  25
নড়াইল হানাদারমুক্ত দিবস ১০ ডিসেম্বর
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল হানাদারমুক্ত দিবস ১০ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে নড়াইল থেকে পাকবাহিনীকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা হয়। হানাদারমুক্ত হয় নড়াইল জেলা।

এর আগে কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া মুক্ত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ৯ ডিসেম্বর নড়াইল শহরে অবস্থান করেন। ১০ ডিসেম্বর ভোরে বীর মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকবাহিনীকে ঘিরে ফেলেন। শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় পাকবাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান সারেন্ডার সারেন্ডারচিৎকার শুরু করেন। এরপর কালা খান ২২ জন পাকসেনা ও ৪৫ জন স্থানীয় রাজাকার এবং বিপুল অস্ত্রসহ আত্মসমর্পণ করে। বেলা ১১টার দিকে নড়াইল হানাদারমুক্ত হয় বলে জানান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।
পরবর্তীতে ১৪ ডিসেম্বর মুক্তি পাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
নড়াইলমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online