ভোলাহাট সীমান্তে ১৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়নের ৫৯বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্প থেকে সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জনকে পুশ-ইন করা হয়। পরে চাঁনশিকারী বিওপির টহল দল আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মোঃ বিল্লাল হোসেন (৩২, যশোর), বিষ্ণু বর্মণ (৩৪, টাংগাইল), মোঃ রবিউল ইসলাম (৩০, কুমিল্লা), পিন্টু শেখ (৩০, খুলনা), মোঃ আনোয়ার হোসেন (৩৬, রংপুর), টিটু প্রামাণিক (৩০, লালমনিরহাট), মোঃ মেহেদী হাসান মুন্না (২৯, কুষ্টিয়া), মোঃ সেলিম (২৯, কুষ্টিয়া), মেহের আলী (৩২, রাজশাহী), মোঃ রহমত (৪০, পঞ্চগড়), মোঃ রুলাস (৩২, কুষ্টিয়া), মোঃ তহিল উদ্দিন সিকদার (৪০, ময়মনসিংহ) ও মোঃ মোশারফ আলী (২১, ঠাকুরগাঁও)।
জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। সাজা শেষে পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






