বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বিপিজেএ‘র আলোচনা

মোঃ ওবায়দুল্লাহ, ফটো জার্নালিস্ট, রাজশাহী
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি জাবীদ অপু ও আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সদস্য ও ইনকিলাবের ফটো সাংবাদিক ফরিদ আখতার পরাগ, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক সোনালী সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম (দুখু), সংগঠনের সাবেক সহ-সভাপতি শাহিন খান, কোষাধ্যক্ষ মিলন শেখ এবং সদস্য আজম খান।
এ সময় বক্তারা বলেন, ফটোগ্রাফি একটি ছবি শুধু নয়। একটি ছবি হাজারও কথা বলে। দক্ষতার সাথে আকর্ষণীয়ভাবে ছবি তোলার উপায়ই হলো ফটোগ্রাফি। সাধারণভাবে ছবি তোলা আর ফটোগ্রাফি কিন্তু এক বিষয় নয়। ছবি সবাই তুলতে পারে কিন্তু ফটোগ্রাফি সবাই করতে পারে না।
উল্লেখ্য, ১৮৩৯ খ্রিষ্টাব্দে ফ্রান্সের জ্যকুয়েস মান্দে দাগুয়ের ফটোগ্রাফি আবিষ্কারের কাজ শেষ করেন। ফ্রান্স অ্যাকাডেমি অফ সায়েন্স দাগুয়েরের আবিষ্কারের স্বীকৃতি দেওয়ার পর ফ্রান্স সরকার ১৮৩৯ সালের ১৯ আগস্ট দাগুয়েরকে তাঁর আবিষ্কারের জন্য সম্মানিত করেন।
তাই ১৯ আগস্ট আলোকচিত্র দিবস পালন শুরু হয় নব্বইয়ের দশকে ভারত ও বাংলাদেশে। তবে বিশ্বব্যপী দিবসটি পালন করা শুরু হয় ২০১০ সাল থেকে। একজন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার এই দিবসটি পালনের জন্য সারাবিশ্বে ক্যাম্পেইন শুরু করেন। সেইসাথে প্রায় ১২০টি দেশের ফটোগ্রাফারদের নিয়ে এই দিবসটি পালন করেন। সেই থেকে বিশ্ব আলোকচিত্র দিবস পালন হয়ে আসছে।
What's Your Reaction?






