ড্যুসেলডর্ফে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর
বন, ২৩ সেপ্টেম্বর (আওয়ার ভয়েস) – নর্থ রাইন ফেস্টফালিয়া রাজ্যের রাজধানী ড্যুসেলডর্ফে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর সেবাগ্রহীতাদের সুবিধার্থে পাসপোর্ট, ভিসা, সত্যায়নসহ অন্যান্য বিষয়ে সেবা ও পরামর্শ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাস।
জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত তিন কার্যদিবসে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ড্যুসেলডর্ফের ক্যোলনার স্ট্রিট ১৮৬-১৮৮ নম্বর ভবনে অবস্থিত এনএইচ ড্যুসেলডর্ফ সিটি হোটেলে উক্ত সেবা প্রদান করা হবে।
দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখিত সেবাসমূহ যেমন ইলেকট্রনিক পাসপোর্ট, সনদ ও অন্যান্য প্রমাণপত্র সত্যায়ন, নো-ভিসা রিকোয়ার্ড আবেদন, জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারিত আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হতে হবে। সব ধরণের সেবার জন্য নির্ধারিত ফি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করতে হবে এবং কোন প্রকার নগদ অর্থ গ্রহণ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে।
What's Your Reaction?