‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Sep 23, 2024 - 04:41
 0  141
‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সিরাতুন্নবী (সা:) উদযাপন পরিষদ নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদ লতীফ। নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিরাতুন্নবী (সা:) উদযাপন পরিষদের আহ্বায়ক মুফতি মাওলানা ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর শাইখ ডক্টর মুহাম্মাদ আব্দুস সামাদ।
বিশেষ আলোচক ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম।

আলোচক ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর তোহুর আহমদ হেলালী।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী হরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ তুলে ধরে বক্তারা বলেন, একমাত্র কোরআন ও হাদিসের আলোকেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। যে সমাজ ব্যবস্থা গঠনে জীবনের শেষদিন পর্যন্ত প্রাণ চেষ্টা করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবজাতির একমাত্র মুক্তির দিশারী মহানবী হরত মুহাম্মদ (সা:)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online