ফুলকুঁড়ি পত্রিকার অভিযাত্রার ৪৭ ফাগুন ও ৪০৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত

ঢাকা, ২০ মার্চ (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বুধবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর “মাসিক ফুলকুঁড়ি” পত্রিকার বর্ণিল অভিযাত্রার ৪৭ ফাগুন ও ৪০৩তম সাহিত্য সভা।
দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে ৪৭ ফাগুন উদযাপন ও সাহিত্য সভায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিশু কিশোররা তাদের স্বরচিত লেখা নিয়ে উপস্থিত হয়। বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ৪৬টি ফাগুন অতিবাহিত হওয়ার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা, উপস্থিত শিশু-কিশোর ও আমন্ত্রিত অতিথিদের স্বরচিত লেখা পাঠ, লেখা পর্যালোচনা এবং সবশেষে অতিথিদের কথা ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
৪৭ ফাগুন উদযাপন ও ৪০৩তম সাহিত্য সভার এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা। আরো উপস্থিত ছিলেন মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সম্পাদক আহমদ মতিউর রহমান, মাসিক ফুলকুঁড়ি পত্রিকার নির্বাহী সম্পাদক ছড়াকার নাঈম আল ইসলাম মাহিন, মাসিক ফুলকুঁড়ি পত্রিকার প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক জাকারিয়া হাবিব পাইলট, মাসিক ফুলকুঁড়ি পত্রিকার প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট অলি ইব্রাহিম, মাসিক ফুলকুঁড়ি পত্রিকার সম্পাদক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর ও ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলামসহ আরও অনেকে। মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের নির্বাচিত সদস্য, শিশু প্রিয় ব্যক্তিত্ব হাসান মুর্তাজা।
'ফুলকুঁড়িতে লিখি, লেখালিখি শিখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু-কিশোর “মাসিক ফুলকুঁড়ি” নামক পত্রিকাটি দেশব্যাপী শিশু-কিশোরদের মেধা বিকাশে ১৯৭৯ সালের মার্চ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে ৪৬টি ফাগুন অতিবাহিত করেছে। শিশু-কিশোরদের প্রিয় এ পত্রিকাটি শিশু-কিশোরদের সাহিত্য চর্চার উদ্দেশ্যে নিয়মিত ছড়া, কবিতা, গল্প, উপন্যাস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক রচনা প্রকাশ করে আসছে।
শিশুকিশোরদের সাহিত্য চর্চার উদ্দেশ্যে “মাসিক ফুলকুঁড়ি” পত্রিকার একটি অন্যতম আয়োজন সাহিত্য সভা।
প্রসঙ্গত, শিশু-কিশোরদের সাহিত্যানুরাগী হিসেবে গড়ে তোলার জন্য প্রতিমাসে মাসিক ফুলকুঁড়ি পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত হয় মাসিক সাহিত্য সভা। ১৯৮১ সালের ২৪ মে সাহিত্য সভার যাত্রা শুরু হয়।
What's Your Reaction?






