বিএইচপিআই নরসিংদী ছাত্রকল্যাণ সমিতির ইফতার

Mar 20, 2025 - 01:54
 0  5
বিএইচপিআই নরসিংদী ছাত্রকল্যাণ সমিতির ইফতার
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ১৯ মার্চ (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – এক সুর, একই টান/নরসিংদী জেলাস্থ বিএইচপিআনমূলমন্ত্রে ধারিত বিএইচপিআই (সিআরপির শিক্ষা প্রতিষ্ঠান) এ ঐতিহ্যবাহী নরসিংদী জেলা হতে আগত শিক্ষার্থীদের সামাজিক সংগঠন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর সাভারের একটি রেস্তোরাঁয় এই ইফতার, দোয়া মাহফিল ও ভাববিনিময় অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএইচপিআই, সাভারে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচ ও ডিপার্টমেন্ট এর নরসিংদী জেলার শিক্ষার্থীরা অংশ নেয়।

ইফতারে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, এটি আমাদের জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের একত্রিত করে ঐক্যবদ্ধ থাকার একটি অরাজনৈতিক এবং সেবামূলক প্লাটফর্ম। সকল ব্যস্ততার পর যখন নিজ জেলার মানুষদের নিয়ে এমন একটি আয়োজন হয় তখন সত্যিই অনেক ভালোলাগা কাজ করে। এছাড়া নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। সামনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করে এখানে আমার জেলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ।

এসময় পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে ও জেলার ঐতিহ্য রক্ষায় এরকম মিলনমেলা আয়োজনের প্রশংসা করেন উপস্থিত শিক্ষার্থীরা।

জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল আফ্রাদ বলেন, ইতিবাচক কর্মই শ্রেষ্ঠত্বের পরিচায়ক, বিএইচপিআইতে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারষ্পরিক মহমর্মিতা বজায় রেখে এরকম মিলন মেলা ছাড়াও ভবিষ্যতে নানাবিধ শিক্ষামূলক, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online