নড়াইলে ফেনসিডিল মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

Mar 20, 2025 - 00:58
 0  3
নড়াইলে ফেনসিডিল মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ফেনসিডিল মামলায় আব্দুল মোতালেবকে (৬৭) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ আদেশ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া
গ্রামের উত্তরপাড়ার আবুল কালাম শেখের ছেলে। রায় ঘোষণার সময় আব্দুল মোতালেব আদালতে উপস্থিত ছিলেন না।

নড়াইলের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ১০ জানুয়ারি নড়াইল শহরের রুপগঞ্জ গোডাউন এলাকা থেকে আব্দুল মোতালেবের হাতে থাকা চুড়ি, ফিতা ও কসমেটিক্সের বাক্সের ভেতরে লুকিয়ে রাখা ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের সদস্যরা। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল সার্কেলের তৎকালীন পরিদর্শক মোহাম্মদ আলী শেখ।

আসামি মোতালেবকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online