এক বছর পর নিখোঁজ বাংলাদেশি যুবক ফেরত

Sep 10, 2025 - 14:56
 0  189
এক বছর পর নিখোঁজ বাংলাদেশি যুবক ফেরত
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক যুবককে নিখোঁজ হওয়ার এক বছর পর বিজিবির সহযোগিতায় ভারত থেকে ফেরত আনা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার শিংনগর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা মো. জাকির হোসেনকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাকে পরিবারের নিকট ফিরিয়ে দেয়।

ফেরত আসা যুবক মো. জাকির হোসেন (২৮) গোমস্তাপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বেগপুর গ্রামের মো. আমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ জুন নিখোঁজ হন। পরিবার দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞপ্তি দিয়েছিল।

৫ সেপ্টেম্বর রাতে ভারতের বৈষ্ণবনগর থানা পুলিশ তাকে আটক করে। এরপর বিএসএফের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ৫৩ বিজিবি তার পরিচয় নিশ্চিত করে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের কাছে ফেরতের অনুরোধ জানায়।

এরপর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে জাকিরকে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online