“আজকের শতাব্দী”র ডঃ আহমেদ উল্লাহ সংখ্যা প্রকাশনা উৎসব

Oct 7, 2025 - 23:54
 0  10
“আজকের শতাব্দী”র ডঃ আহমেদ উল্লাহ সংখ্যা প্রকাশনা উৎসব
ছবিঃ প্রতিনিধি/ওভি

লন্ডন, ০৫ অক্টোবর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - বিপুলসংখ্যক সাহিত্যনুরাগী, সুধীজন, শুভার্থীদের উপস্থিতিতে লন্ডনে আনন্দঘন পরিবেশে ম্যাগাজিন ও গ্রন্থ প্রকাশনাকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী আয়োজন “পাঠন্মোচন, লেখক-শুভার্থীর কথা” শীর্ষক প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ শাহেদ রাহমান সম্পাদিত “আজকের শতাব্দী” ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং কাব্যসংকলন “বিলেতে কবিতা লেখার আগে” প্রকাশিত হওয়ায়, বিশেষ অনুষ্ঠান পাঠন্মোচন, লেখক-শুভার্থীর কথা শীর্ষক প্রীতি সভা পূর্বলন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং ব্রিটিশ বাংলা প্রোগ্রেসিভ রাইর্টার্স এসোসিয়েশনের সহযোগিতায় পূর্ব লন্ডনে এদুটি প্রকাশনা উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশী সাহিত্যনুরাগী, শিল্পী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীদের মিলন মেলায় পরিণত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম। সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলা প্রোগ্রেসিভ রাইর্টার্স এসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সাজিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন “আজকের শতাব্দী“ ম্যাগাজিনের সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
“আজকের শতাব্দী” ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা এবং প্রকাশিত কাব্য সংকলন “বিলেতে কবিতা লিখার আগে” গ্রন্থটি প্রধান অতিথি উপস্থিত সকল লেখক, শুভাকাঙ্খীদের নিয়ে আনুষ্ঠানিক পাঠন্মোচন শেষে লেখক-শুভার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক কবি হামিদ মোহাম্মদ, মতিয়ার চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল মালিক খোকন, অভিনেতা স্বাধীন খসরু, বিশিষ্ট ছড়াকার দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, কবি মজিবুল হক মনি, সাংবাদিক সাঈম চৌধুরী, সাংবাদিক জুয়েল রাজ, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, আমিনা আলী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সেক্রেটারী এটিএম মনিরুজ্জামান, সহ-সভাপতি জামাল খান, জুবায়ের আহমেদ, সাবেক ট্রেজারার এস কে এম আশরাফুল হুদা, মুহাম্মদ সালেহ আহমেদ, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, এসিসটেন্ট ট্রেজারার কবি হাফসা নূর, এসিসটেন্ট সেক্রেটারী মির্জা আবুল কাসেম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, কবি ফয়জুর রহমান ফয়েজ, এনএল২৪ এর উপস্থাপক নূরুন্নবী আলী, আলোকচিত্র শিল্পী নাহিদ জায়গীরদার ও শামীম আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ইমদাদুন খান, কবি আসমা মতিন, কবি ফায়সাল আইয়ুব ও আবৃত্তিশিল্পী ফাহমিদা দীপা।
সভায় বক্তারা বলেন, গবেষণা, সাংবাদিকতা, কমিউনিটির জন্য সৃষ্টিশীল, সৃজনশীল কাজে সময়, মেধা ও শ্রম ব্যয় করে জীবনের একটি দীর্ঘ অধ্যায় পার করেছেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ। সম্প্রতি বিলেতের বর্ণবাদ নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। উপস্থিত সবার ও সম্পাদক, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর আনসার আহমেদ উল্লাহ আবেগে আপ্লুত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দীর্ঘ বক্তৃতায় আশির দশক থেকে শুরু করে এ পর্যন্ত বিলেতে বর্ণবাদ, বিভিন্ন ঘটনা, ইতিহাস ঐতিহ্যের নানা চিত্র গবেষণার আলোকে তুলে ধরেন। 
উল্লেখ্য, মুহাম্মদ শাহেদ রাহমান সম্পাদিত “আজকের শতাব্দী” ম্যাগাজিনের ডক্টর আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যায় যাঁরা লিখেছেন তাঁরা হলেন ড. সাম হালবরসন, প্রফেসর এলেস্টের ওয়েন্স, প্রফেসর জন ইড, ড. ক্রিস টেং, জালাল রাজন উদ্দিন, ড. শন কেরি, সুজিত সেন, মতিয়ার চৌধুরী, সোনাহর আলী, আসাদ আহমেদ, জুলি বেগম, রুহেলা বেগম রাহমান, স্বাধীন খসরু, শামীম আজাদ, হামিদ মোহাম্মদ, মাহমুদ এ রউফ, নজরুল ইসলাম বাসন, সৈয়দ আনাস পাশা, ফারুক আহমদ, মো. সাজিদুর রহমান, আহাদ চৌধুরী বাবু, সুজন মিয়া, সৈয়দ আবুল মনসুর লিলু, আব্দুল মালিক খোকন, পুস্পিতা গুপ্তা, সৈয়দা নাজনীন সুলতানা শিখা, সরাফ আহমেদ, মোঃ মনজুর রহমান, মির্জা আবুল কাসেম, এস কে এম আশরাফুল হুদা ও শাহ মোস্তাফিজুর রহমান বেলাল। 
একই অনুষ্ঠানে প্রকাশিত কাব্যসংকলন “বিলেতে কবিতা লিখার আগে” সম্পাদন করেছেন মুহাম্মদ শাহেদ রাহমান। এ সংকলনে বিলেতের সতেরো জন কবি কবিতা লিখেছেন। তাঁরা হলেন কবি অধ্যাপক নুরুজ্জামান মনি, হামিদ মোহাম্মদ, মজিবুল হক মনি, দিলু নাসের, মাশূক ইবনে আনিস, লুৎফুর রহমান কামালী, মুজিব ইরম, জওয়াহের হোসেন, মুহাম্মদ শাহেদ রাহমান, মিজানুর রহমান মীরু, ফয়েজুর রহমান ফয়েজ, ফায়সাল আইয়ুব, সিতু মিয়া কামালী, ফাহমিদা ইয়াসমিন, দেবার্ঘ্য চক্রবর্তী, মুহাম্মদ সালেহ আহমদ ও সালমা বেগম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online