নড়াইলে ইমাম সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সমস্যা নিরসনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী।
জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, অধ্যাপক আকবর হোসাইন, অ্যাডভোকেট মুন্সী শাহীন উল্লাহ মোহন, মোহাদ্দেস সানাউল্লাহ, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন উদ্দিন, মাওলানা বেলাল হোসাইনসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন শাহাবাদ মাজিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম, জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পেশার মানুষ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






