সিরাতুন্নবী (সা) উপলক্ষ্যে পবিপ্রবিতে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা 

Sep 18, 2024 - 19:27
 0  107
সিরাতুন্নবী (সা) উপলক্ষ্যে পবিপ্রবিতে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবী (সা) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার পবিপ্রবির টিএসসি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা আয়োজিত হবে। কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মাতাবে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা,পটুয়াখালীর রুহামা শিল্পী গোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ ফরিদুল ইসলাম বলেন, ছাত্রজনতার অজস্র রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক ধারার যাত্রা শুরু করার প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি, আগামীতেও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চার এই ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online