নড়াইলে শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

Mar 28, 2025 - 17:10
 0  9
নড়াইলে শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে মনিকা একাডেমি আয়োজিত শিশুদের গজল ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শহরের দেবদারতলা এলাকায় বৃহস্পতিবার দিনব্যাপী একাডেমির কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল আমান ইসলামিক একাডেমির পরিচালক নূর ইসলাম, প্রশিক্ষক সজীব শিকদার, শিক্ষানুরাগী জুবাইদা নাসরিন, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুলশিক্ষক অনুমিতা জয়া, মহিলা কলেজ প্রতিনিধি লামিয়া নওরিন জীমসহ অনেকে।  
আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবৃত্তি এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আবৃত্তিতে প্রথম হয়েছে জান্নাতুল মাওয়া উজমা, দ্বিতীয় তীর্থ এবং তৃতীয় উম্মে হাবিবা।
এদিকে, গজলে প্রথম হয়েছে আবু তালহা, দ্বিতীয় সাদিয়া ইসলাম ও তৃতীয় জান্নাতুল মাওয়া উজমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online