গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

Mar 27, 2025 - 20:30
 0  12
গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
জুলাই গণঅভ্যুত্থানে নিহত নড়াইলের তিনটি শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার নড়াইল জেলা বিএনপি কার্যালয়ে শহীদ পরিবারগুলোর সদস্যদের হাতে উপহার সামগ্রী ও অর্থ সহায়তাসহ ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে ১৯ জুলাই ঢাকার দক্ষিণ বনশ্রী কাজী বাড়ি সড়ক এলাকায় গুলিতে নিহত নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের সালাউদ্দিন সুমনের পরিবারের সদস্য, ৫ আগস্ট যশোরে নিহত লোহাগড়ার ধলইতলা গ্রামের সৈয়দ মিথুন মোরশেদের পরিবারের সদস্য এবং ৫ আগস্ট ঢাকার উত্তরা এলাকায় নিহত নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলামের পরিবারের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।
ঈদ উপহার দেয়ার সময় উপস্থিত ছিলেন ডাক্তার এ এস গাজী, ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার আলাউদ্দিন মামুন, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবুসহ অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online