স্বাধীনতা দিবসে রিপোর্টার্স ইউনিটির আলোচনা, আবৃত্তি ও স্মৃতিচারণ

Mar 27, 2025 - 18:59
 0  19
স্বাধীনতা দিবসে রিপোর্টার্স ইউনিটির আলোচনা, আবৃত্তি ও স্মৃতিচারণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

লন্ডন, ২৬ মার্চ (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে উদযাপন করা হয়।
বুধবার স্বাধীনতা দিবসের ইফতার পূর্ব আলোচনা পর্বে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ভ্যালেন্স রোডের একটি সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান। সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১‘র মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ৪নং সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান ৭১‘র শহীদদের আত্মত্যাগ এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করেন। তিনি ৪নং সেক্টরের রণাঙ্গনের ৭১‘র মুক্তিযুদ্ধের দীর্ঘ স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের কবিতা “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা“ আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ফাহমিদা খাতুন এবং স্বরচিত কবিতা “আমি স্বাধীনতটাকে খুঁজছি” পাঠ করেন মুহাম্মদ শাহেদ রাহমান।
মহান স্বাধীনতা দিবসের আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, সাবেক  সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সাহেদা রহমান, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, সদস্য শামীম আশরাফ প্রমুখ।
সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার সার্বিক চিত্র তুলে ধরেন। ৭১‘র স্বাধীনতার সময় দেশি-বিদেশী সাংবাদিকদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাব করেন বক্তারা।
সভায় উপস্থিত হয়ে ৭১‘র বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন কলামিস্ট জিয়াউল সৈয়দ, রিপোর্টার্স ইউনিটির সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস এর রিপোর্টার সুহেল আহমদ, সাংবাদিক মুন্না মিয়া, মুহাম্মদ এফ ইসলাম, সৈয়দ মামুন সহ কমিউনিটি এক্টিভিস্ট, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীবৃন্দ।
ইফতারের পূর্বে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এর আত্মার মাগফেরাত কামনা করে ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কবিরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মিজানুর রহমান খালেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online