ছাত্র শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

Sep 24, 2025 - 02:22
 0  42
ছাত্র শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ২০ সেপ্টেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন’-এ স্লোগানে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে নবীণবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।

কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে বৃহস্পতিবার মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম।
ছাত্র শিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও জামায়াতের যশোর শহর শাখার সহকারী সেক্রেটারি কে এম আশরাফুল আলম, ছাত্র শিবিরের জেলা সভাপতি এসএম সালাউদ্দিন, সেক্রেটারি তাজ মোহাম্মদসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা।

কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও নীতি-নৈতিকতার বইসহ গিফটবাক্স উপহার দেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online