পিরোলীতে বিধবার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

নড়াইল, ২২ মে (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজারে বিধবা খাদিজা বেগমের (৩২) জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
বিষয়টির প্রতিকার চেয়ে ভুক্তভোগী খাদিজা বৃহস্পতিবার শহরের পুরাতন টার্মিনাল এলাকায় সংবাদ সম্মেলন করেন। এ সময় খাদিজা জানান, তার স্বামী মৃত টুটুল মোল্যার মালিকানা সূত্রে পিরোলী বাজারে একটি সাইকেল গ্যারেজের দোকান পেয়েছেন তিনি। প্রায় ৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দোকান ভাড়া দিয়ে দুই শিশুপুত্র নিয়ে টানাপোড়েনের মধ্যদিয়ে সংসার চালাচ্ছিলেন। সম্প্রতি মাসিক ভাড়া চাইতে গিয়ে জানতে পারেন, পিরোলী গ্রামের মিলন মল্লিকের কাছে তার ননদ (স্বামীর বোন) সাদিয়া আক্তার জুঁই দোকানটি বিক্রি করে দিয়েছেন। সমস্যা সমাধানে কালিয়া থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাননি খাদিজা বেগম। উপার্জনের একমাত্র মাধ্যম দোকানটি বেহাত হওয়ায় দুই শিশুসন্তান নিয়ে সংসার চালাতে পারছেন না তিনি। দখলদারের হাত থেকে দোকানটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ ব্যাপারে মিলন মল্লিকসহ অভিযুক্তরা বলেন, আমি সাদিয়া আক্তার জুঁইয়ের কাছ থেকে জমি কিনে নিয়েছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
What's Your Reaction?






