চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবীতে রেলপথ অবরোধের ঘোষণা

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবী আদায়ে বুধবার রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
রাজশাহী নয়, সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার দাবিতে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। তিনি বলেন, ১ মার্চ ডিসি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার আন্তঃনগর ট্রেন নিয়ে বৈষম্য ও অবহেলিত এই জনপদের মানুষের নায্য দাবীসমুহ নিয়ে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ৭ মে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জেলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়া গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রেলওয়ে স্টেশন মাষ্টারের মাধ্যমে রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু উত্থাপিত নায্য দাবীসমূহ বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশা ও সামাজিক সংগঠনের মানুষ একাত্মতা ঘোষণা করেছেন। জেলাবাসীর প্রাণের দাবী হিসেবে জেলার আপামর জনসাধারণ শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধনে যোগ দিবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। রেল কর্তৃপক্ষের উদাসিনতা ও আঞ্চলিক বৈষম্যমূলক মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, জেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমান, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সাধারণ সম্পাদক জারিফ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
What's Your Reaction?






