হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা হস্তান্তর করলেন পুলিশ সুপার

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও ১৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল ফোন ও টাকা হস্তান্তর করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) অফিসার এসআই জয়নুল আবেদীন, গৌতম কুমার পাল ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইলের চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন।
হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ দারা খানসহ অনেকে।
What's Your Reaction?






