বাকৃ‌বির দুই অধ্যাপক বিজ্ঞান একা‌ডে‌মির ফে‌লো নির্বা‌চিত

May 22, 2025 - 20:26
 0  6
বাকৃ‌বির দুই অধ্যাপক বিজ্ঞান একা‌ডে‌মির ফে‌লো নির্বা‌চিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২২ মে (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জাতীয় ফোরাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বাস)। এবছর বাস ফেলো নির্বাচন ২০২৪’-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁরা হলেন বাকৃবির উদ্যানতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। এর মাধ্যমে তাঁরা একাডেমির স্বয়ংক্রিয়ভা‌বে স্থায়ী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার অধ্যাপক ড. মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞান ও সমাজে অগ্রগামী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।

অধ্যাপক ড. মো. শাহজাহানের প্রকাশিত গবেষণা প্রব‌ন্ধের সংখ্যা ১৬৭টি। এর মধ্যে ১২৭টি স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে এবং ৪০টি জাতীয় জার্নালে প্রকাশিত হয়েছে। গুগল স্কলার অনুসারে, তাঁর বর্তমান এইচ-ইনডেক্স ৪১ এবং মোট উদ্ধৃতি সংখ্যা ৫ হাজার ১২২। তাঁর সম্মিলিত ইমপ্যাক্ট ফ্যাক্টর ২৮১.৩। তাঁর অধীনে ৮ জন শিক্ষার্থী পিএইচডি শেষ করেছেন এবং আরও ৪ জন শিক্ষার্থীর পিএইচ‌ডি চলমান রয়েছে। তিনি ২০১৩ ও ২০১৮ সালে ইউজিসি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড২০১৫ সালে বিএএস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ গবেষণা প্রকাশনা পুরস্কারসহ অসাধারণ গবেষণা পারফরম্যান্সের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি ২০২৩ ও ২০২৪ সালে এলসেভিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন।

অন্যদিকে, অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের গবেষণা প্রব‌ন্ধের সংখ্যা ৫৫০টির অধিক। এর মধ্যে ১০০টির বেশি স্কোপাস ইনডেক্সভুক্ত আন্তর্জাতিক জার্নালে এবং বাকি প্রবন্ধগুলো জাতীয় পর্যায়ে প্রকাশিত হয়েছে। তাঁর অধীনে প্রায় ১০০ জন শিক্ষার্থী পিএইচডি শেষ করেছেন। তিনি ২০১২ সালে জাতীয় বৃক্ষ গবেষণা ও উন্নয়নে, এবং ২০১৩ সালে জাতীয় ফল গবেষণা ও উন্নয়‌নে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনি ২০১৪ সালে বঙ্গবন্ধু স্বর্ণপদক এবং ২০১৬ সালে বাংলাদেশ কৃষি একাডেমির স্বর্ণপদকসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online