দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

Nov 5, 2025 - 05:09
 0  3
দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ০৩ নভেম্ব(বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায় অবস্থিত দারুস সালাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালা। এতে কামিল মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় ট্রাফিক রুলস, ট্রাফিক চিহ্ন, রাস্তা পারাপারের নিয়ম, গাড়ী চালক ও যাত্রী হিসেবে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণসমূহ প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া হাবিবী, হেড মাওলানা মাওলানা আলী আশরাফ এবং সিনিয়র শিক্ষক এসএম সালাউদ্দিন রতন। স্বাগত বক্তব্য রাখেন নিসচা, রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার।

মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্রশিক্ষণ প্রদান করেন প্রকৌ. জুনায়েদ আহমেদ। এসময় উপন্থিত ছিলেন নিসচা স্বেচ্ছাসেবক সাগর, পাপিয়া ও সবুজ প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতিপ্রতিপাদ্যে ০১ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল নিসচা রাজশাহী জেলা শাখা। পালিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা, সড়ক দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ প্রদান, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের মধ্যে খাতা-কলম বিতরণসহ নানা কর্মসূচী। সর্বশেষ ৩১ অক্টোবর, উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online