শিবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

Apr 19, 2024 - 04:34
 0  104
শিবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

মোঃ আনসারুজ্জামান সিয়াম 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে 'প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শিবগঞ্জের পাইলিং মোড়ের নিকটস্থ আমবাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-০১ এর সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে এবং দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী একটি। আমাদের দেশ ক্রমাগত দ্রুত গতিতে প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশ্বাস দিচ্ছি।

সভাপতির বক্তব্যে মোঃ উজ্জ্বল হোসেন বলেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে আমরা সরকারের প্রাণিসম্পদের উন্নয়ন সম্পর্কে অবগত করতে চাই। পাশাপাশি প্রাণির লালন-পালন ও পরিচর্যায় আপনাদের আরও দক্ষ করে গড়ে তুলতে চাই; যাতে করে দেশের প্রাণিসম্পদের আরও উন্নয়ন সাধন হয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, এলডিডিপির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, উপজেলার বিভিন্ন অধিদপ্তরে কর্মরত কর্মকর্তাগণ, খামারি ও উদ্যোক্তাগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online