চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ

Sep 18, 2025 - 08:41
 0  6
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি কবরস্থানে পুঁতে রাখা ককটেলের বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে।

সোমবার ভোরে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ কয়েক দফা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। এতে কবরস্থানের পাশে থাকা একটি সীমানা প্রাচীর ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা মামুন বলেন, “ভোরে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি কবরস্থানের দেয়ালের একটি অংশ ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এখানে মজুত রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online