মজুর-শ্রমিকদের মাঝে স্বপ্নের খোঁজের পাঞ্জাবি বিতরণ  

Mar 29, 2025 - 20:14
 0  8
মজুর-শ্রমিকদের মাঝে স্বপ্নের খোঁজের পাঞ্জাবি বিতরণ  
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে দিনমজুর ও শ্রমজীবীদের মাঝে নতুন পাঞ্জাবি উপহার দেয়া হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠনটির আয়োজনে এবং মুস্তারী কমপ্লেক্সের সহযোগিতায় শনিবার নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় পছন্দের পাঞ্জাবি উপহার দেয়া হয়। দিনমজুর ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের এই উদ্যোগ।  
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ঈদসহ বিশ্ব ভালোবাসা দিবসে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করছি। আমরা মূলত সমাজের সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা ১০০ জনের মাঝে ঈদ উপহার দিয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিত্তশালীরা অনুপ্রাণিত হবেন এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন বলে আমাদের প্রত্যাশা।  
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা সোহেল মুস্তারী, ফয়সাল মুস্তারী, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, স্বপ্নের খোঁজে সংগঠনের সদস্য সজীব মুস্তারী, মহিউদ্দিন, সোহেল রানা, সৌরভ মোল্যা, চৈতী রানী, পিয়াস, শাকিব মোল্যা, পরাগসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online