নড়াইলের হাবিবুল আলম কলেজে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

নড়াইল, ০৪ সেপ্টেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকার হাবিবুল আলম বীরপ্রতীক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলমগীর হোসেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার কলেজ পরিচালনা কমিটিসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও ব্যক্তির পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক বিষয়ে কলেজ পরিচালনা কমিটি ছাড়াও বিভিন্ন পেশার মানুষ মতামত ব্যক্ত করেন। কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোলী গ্রামের সন্তান আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস, মোবাশ্বের হোসেন, আলমগীর কবির, কলেজ বাস্তবায়ন কমিটির সাবেক সহ-সভাপতি আবু মুছা নোমান, কলেজ শিক্ষক শামসুর রহমান, আলতাফ উদ্দিন আনসারীসহ অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ বিভিন্ন পেশার মানুষ।
বক্তারা বলেন, বিগত বছরগুলোতে কলেজটিতে পড়ালেখার মান ছিল নিম্নমুখী। এখানে বিভিন্ন ধরণের অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ভালো শিক্ষার্থী সৃষ্টিতে তেমন মনোযোগ দেয়া হয়নি। আমাদের প্রত্যাশা আলমগীর হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কলেজটিতে পড়ালেখার মান ভালো হবে। পড়ালেখার মানোন্নয়নে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন সর্বোচ্চ গুরুত্ব দিবেন।
What's Your Reaction?






