বিভিন্ন দাবিতে নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন

Oct 1, 2024 - 11:50
 0  42
বিভিন্ন দাবিতে নড়াইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষীপাশা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম তারিকুল ইসলাম, ডিজিএম হাওলাদার রুহুল আমিন, লাইনম্যান বি এম বেলালসহ অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ এবং প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online