রাবি আইইওএল এর পরিচালক হলেন প্রফেসর ডঃ আখতার

Oct 1, 2024 - 11:13
 0  38
রাবি আইইওএল এর পরিচালক হলেন প্রফেসর ডঃ আখতার
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ০১ অক্টোবর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের প্রফেসর ডঃ মাসউদ আখতারকে ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল) এর পরিচালক নিয়োগ করা হয়েছে।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বৃহস্পতিবার এই নিয়োগ দেন। মাসউদ আখতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রফেসর পদে উন্নীত হন। তিনি নয়াদিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. মাসউদ আখতার ফুলব্রাইট স্কলার-ইন-রেসিডেন্স হিসেবে যুক্তরাষ্ট্রের রেজিস কলেজ, ম্যাসাচুসেটস-এ গবেষণা ও শিক্ষকতা করেছেন (২০১৮-২০১৯)। তাঁর ৩টি গবেষণা গ্রন্থ ও ৪০টি প্রবন্ধ দেশ-বিদেশে জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কয়েকটি রিসার্চ জার্নালে সম্পাদক ও রিভিউয়ার হিসেবে কাজ করেছেন। আমেরিকার সাউথ এশিয়ান রিভিউ জার্নালে প্রকাশিত প্রবন্ধের জন্য তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অ্যাওয়ার্ড-২০১১ লাভ করেন। তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি এমফিল ও পিএইচডি থিসিস তত্ত্বাবধান করেছেন।
প্রফেসর মাসউদ আখতার পরিচালকের দায়িত্ব পালনে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online