দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিমান বাহিনীর শোক ও দোয়া মাহফিল

Jul 26, 2025 - 04:31
 0  6
দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিমান বাহিনীর শোক ও দোয়া মাহফিল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ২৫ জুলাই (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকসহ সকলের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে বাংলাদেশ বিমান বাহিনী একাধিক মানবিক কর্মসূচি গ্রহণ করেছে।

শুক্রবার বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক তুরাগে নিহতদের পরিবারের সাথে দেখা করেন ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একইদিনে ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে নিহত শিক্ষক ও বৈমানিকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উত্তরায় নিহত শিক্ষার্থী আয়মানের জানাজায় বিমান বাহিনীর প্রতিনিধি দল অংশ নেয় এবং ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

বিমান বাহিনীর সব ঘাঁটিতে একযোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ঢাকা ঘাঁটিতে আয়োজিত মাহফিলে সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, প্রাক্তন প্রধানগণ, মরহুমদের পরিবার ও স্কুলের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online