নড়াইল থেকে শুরু রেলযাত্রা, প্রথমদিনেই টিকিটের সংকট

Dec 24, 2024 - 13:31
 0  5
নড়াইল থেকে শুরু রেলযাত্রা, প্রথমদিনেই টিকিটের সংকট
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল থেকে শুরু হয়েছে স্বপ্নের রেলযাত্রা। খুলনা থেকে ছেড়ে মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে নড়াইল রেলস্টেশনে এসে পৌছায় জাহানাবাদ এক্সপ্রেসনামের নতুন কোচ।

প্রথমদিনেই যাত্রী সাধারণের ব্যাপক চাপ ছিল। অনেকে টিকিটও পাননি। এছাড়া বিভিন্ন বয়সের মানুষ আসেন প্রথম দিনের রেলযাত্রা দেখতে। সবমিলে ব্যাপক আনন্দ-উৎসব তৈরি হয় নড়াইল রেলস্টেশনে।
নড়াইল রেলস্টেশন সূত্রে জানা যায়, খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনটি মঙ্গলবার সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে আবার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে 'রূপসী বাংলা এক্সপ্রেস' ট্রেনটি নড়াইল হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি আবার ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে বেনাপোল ফিরবে।  
মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে নড়াইল রেলস্ট্রেশনে ট্রেন আসার আগেই ভোর থেকে যাত্রীসহ উৎসুক জনতা ব্যাপক ভিড় করেন নতুন রেলযা্ত্রা দেখতে। এই রেলযাত্রার মধ্যদিয়ে নড়াইল থেকে যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হলো। যাত্রী সাধারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে বলে প্রত্যাশা করছেন সবাই।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী, স্কুল শিক্ষক মতিয়ার রহমান, মিজানুর রহমান, কবি ও ব্যাংকার মফিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে হলেও রেলপথে যুক্ত হলো নড়াইল জেলা। খুব ভালো লাগছে। এখন নড়াইল থেকে আমরা সহজে ঢাকা, খুলনা, যশোর, বেনাপোল যেতে পারব।
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের পলাশ মৃধা বলেন, নড়াইল স্টেশনে যাত্রীর এতো চাপ ছিল যে প্রথমদিনে টিকিট পাইনি। দাঁড়িয়ে যাওয়ার মতোও কোন টিকিট ছিল না। তবু আনন্দিত, নড়াইল থেকে স্বপ্নের রেলযাত্রা শুরু হলো।
পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে যাতায়াতের ক্ষেত্রে ঢাকা থেকে খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘণ্টায়। আর নড়াইল থেকে ঢাকায় পৌঁছানো যাবে মাত্র দুই ঘণ্টায়। এই ট্রেন ঢাকা-খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেসনামে এবং ঢাকা-বেনাপোল পথে রূপসী বাংলানামে দু'টি কোচ নিয়ে নিয়মিত চলাচল করবে, বলে জানিয়েছেন নড়াইল রেলস্টেশন মাস্টার উজ্জ্বল বিশ্বাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online