নড়াইলের কালিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Dec 24, 2024 - 13:40
 0  5
নড়াইলের কালিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া দারুল কোরআন হাফেজিয়া মাদরাসা চত্বরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী পুরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি এম টি আর সিদ্দিকী আদমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়াম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
চাঁচুড়ী ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি হাফেজ রজব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ূব হোসেন খান, জামায়াতের কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইনসহ অনেকে।
বক্তারা বলেন, জামায়াত-ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। অসংখ্য নেতাকর্মীকে খুন ও গুম করা হয়েছে। তবুও আল্লাহর রহমতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইন-শা-আল্লাহ সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে। জনসাধারণের ভোগান্তি দুর হবে। পুরুষের পাশাপাশি মা-বোনেরা যথাযথ ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online