চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার সাত রসিয়া রসুনচক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. নাজমুল হক (৫৫)। অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?






