বিজিবির পৃথক অভিযানে ৪ চোরাকারবারী আটক, গাঁজা জব্দ

Sep 20, 2025 - 23:12
 0  123
বিজিবির পৃথক অভিযানে ৪ চোরাকারবারী আটক, গাঁজা জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ৪ চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

এসময় তাদের কাছ থেকে গাঁজা, মোবাইল ফোন, ভারতীয় রুপি এবং একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৪টার দিকে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ২০১/৫৯-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফেরার পথে তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।

আটকরা হলেন মো. শামিম হোসেন (২৭), শ্রী পলাশ কর্মকার (২৩) ও মো. মিজানুর রহমান (২৩)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ভারতীয় ৭০ রুপি উদ্ধার করা হয়। পরে তাদের ভোলাহাট থানায় সোপর্দ করা হয়।

অপরদিকে, একইদিন সকাল ৬টা ১৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৫) নামে এক চোরাকারবারীকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে অপরাধ দমনে বিজিবি বিশেষ টহল পরিচালনা করছে। রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online