নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নড়াইল, ১১ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় একটি গেস্ট হাউজে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সহ-সভাপতি আজিজুল ইসলাম, মুনীর চৌধুরী ও সুলতান মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাংবাদিক মাহফুজুল ইসলাম মুন্নুসহ গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। মিলনমেলায় নড়াইল জেলাসহ লোহাগড়া ও কালিয়া উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা একে-অপরের সঙ্গে কুশল বিনিময় এবং আনন্দ-উৎসবে মেতে উঠেন।
What's Your Reaction?






