৯৮ সহস্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর উদ্যোগ

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ৯৮ হাজার ৫৬২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বুধবার সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামি ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯৯৬টি কেন্দ্রে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৯০৭ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৬ হাজার ৬৫৫ শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হক, সাংবাদিক সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা।
What's Your Reaction?






