ভাই-বোনের মরদেহ উদ্ধার, মায়ের দাবি হত্যাকাণ্ড

Oct 10, 2025 - 00:17
 0  4
ভাই-বোনের মরদেহ উদ্ধার, মায়ের দাবি হত্যাকাণ্ড
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শিবানন্দপুর গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলো শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখের দুই সন্তান তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮)। তাসলিমা দশম শ্রেণি এবং কাওসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তাসলিমা ও কাওসার প্রতিবেশি দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ওই পুকর পাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরে খোঁজ করেন। এরপর পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।

শিশু দুটির বাবা আজিবার শেখ দাবি করেন, তার ছেলে মেয়ে কেউ সাঁতার জানে না। পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।

এদিকে, তাদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামীসহ তার পরিবারের লোকজন ছেলে-মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এছাড়া প্রায় আট মাস আগে স্বামী আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামী আবার বিয়ে করেছে। এখন আমার দুই সন্তানকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

তবে, আজিবার শেখ তার স্ত্রীর এ অভিযোগ অস্বীকার করেছেন। নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, সুরতহাল শেষে শিশু দুটির ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow