পুঠিয়ায় বিএসটিআই অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী, ১৩ সেপ্টেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (পানীয় পানি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় উপজেলার মধ্য জামিরা এলাকায় অবস্থিত প্যারাডাইস ড্রপস ওয়াটার প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘চিপস (ব্রান্ড: সুপারম্যান, হাম্বা ও এবিসিডি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় ক্ষুদ্র জামিরা এলাকায় অবস্থিত ফারিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পুঠিয়া শিবু দাস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
What's Your Reaction?






