নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

Oct 30, 2024 - 14:49
 0  7
নড়াইলে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে তুলারামপুর এলাকার তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে তিন জন গরু চুরি করতে যায়। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তাদের চিৎকারে গ্রামবাসী চোরদের ধাওয়া করে গণপিটুনী দিলে তিনজন নিহত হয়।

তাদের কাছে থাকা মোবাইল ফোনে কথা বলে গ্রামের লোকজন জানতে পারেন এদের মধ্যে দুইজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিন জনের মধ্যে দুই জনের পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online