নড়াইলে দুর্নীতি মাদক ইভটিজিং বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

নড়াইল, ০৪ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলে দুর্নীতি, মাদক ও ইভটিজিং বিরোধী শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-যুব জনতার আয়োজনে শনিবার শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে প্রথমে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মডেল মসজিদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্র, যুব ও জনতা শোভাযাত্রায় অংশগ্রহণ করে দুর্নীতি, মাদক ও ইভটিজিং বিরোধী স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠক ও তরুণ কবি মিনহাজুল ইসলাম।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আলামিন মন্ডল, সংগঠক শাহারুল আলম ও তাফহিম, ছাত্রনেতা আদনান ফাহিম, সাদ বিন আবিদ, শাকিল, রাকিব জমাদ্দার, জিহাদ গাজী, তন্ময়সহ অনেকে।
What's Your Reaction?






